আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আর.এম. পি বা রোড়াল মেডিকেল প্রাকটিশনার রেজিষ্ট্রেশন নং এস-৯৬৩০, সংস্থাটি ২০০৯ সালে আত্নপ্রকাশ ঘটে।গ্রাম-ডাক্তার বা পল্লী চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি,সংক্রামক এবং অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা, মা ও শিশুদের রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা, অপচিকিৎসা দূরীকরন,এন্টিবায়োটিক এর অপব্যবহার এবং সীমাবদ্ধতা,বাংলাদেশ সরকারের রেফারেন্স সিস্টেমে অবদান ( গ্রাম-ডাক্তার থেকে এববিবিএস থেকে বিশেষজ্ঞ), প্রাথমিক সাস্থ্যসেবায় সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ঔষধের সম্ভাব্য পার্শ-প্রতিক্রিয়া,ক্ষতিকর ডোজ সম্পর্কে সচেতনতা এবং গ্রামের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সঠিক প্রাথমিক চিকিৎসা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।এর পাশাপাশি সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে গ্রাম-ডাক্তারদের সঠিকভাবে ব্লাড পেসার নির্নয়,ডায়াবেটিস নির্নয়,নেবুলাইজারের ব্যবহার, ফাস্ট এইড বক্স এর সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বারশিপ সার্টিফিকেটটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে কপিরাইট রেজিষ্ট্রেশন সনদ প্রাপ্ত, যাহার রেজিষ্ট্রেশন নং -সিআরএ-১৭৩২৬।আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি গ্রাম-বাংলার পিছিয়ে পড়া মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অঙ্গিকারবদ্ধ।