আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি সহযোাগীতায় পল্লী গ্রামের সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতকরন সহ বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে (গ্রাম ডাক্তার) হিসেবে স্বনির্ভর করে, গড়ে তোলার লক্ষ্যে “প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ”
৬ মাস আর.এম.পি কোর্স

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আর.এম. পি বা রোড়াল মেডিকেল প্রাকটিশনার রেজিষ্ট্রেশন নং এস-৯৬৩০ ধারক সংস্থা একটি, যা প্রধানভাবে গ্রাম-ডাক্তার বা পল্লী চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৬ মাসের আ.এম.পি ট্রেনিং প্রোগ্রাম চালানোর মাধ্যমে কাজ করে।

ট্রেনিং প্রোগ্রামে মৌলিক লক্ষ্যঃ

  1. গ্রামের ডাক্তারদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধি
  2. সংক্রামক এবং অসংক্রামক রোগের সচেতনতা
  3. মা ও শিশুদের রোগ প্রতিরোধ সচেতনতা
  4. অপচিকিৎসা দূরীকরন
  5. এন্টিবায়োটিক এর অপব্যবহার এবং সীমাবদ্ধতা
  6. বাংলাদেশ সরকারের রেফারেন্স সিস্টেমে অবদান

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের দিকে সূচনা:

  • গ্রাম-ডাক্তার থেকে এববিবিএস থেকে বিশেষজ্ঞ
  • প্রাথমিক সাস্থ্যসেবায় সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি
  • বিভিন্ন ঔষধের সম্ভাব্য পার্শ-প্রতিক্রিয়া
  • ক্ষতিকর ডোজ সম্পর্কে সচেতনতা
  • সঠিকভাবে ব্লাড পেসার নির্নয়
  • ডায়াবেটিস নির্নয়
  • নেবুলাইজারের ব্যবহার
  • ফাস্ট এইড বক্স এর সঠিক ব্যবহার

সম্প্রচার ও সংগঠনের তথ্য:

  • অফিশিয়াল ওয়েবসাইট: [ওয়েবসাইটের লিঙ্ক]
  • অফিশিয়াল ফেসবুক পেজ: [ফেসবুক পেজের লিঙ্ক

নোট: ট্রেনিং চলছে বা আগামীকালের সঠিক সময়ে যেকোনো আপডেট দেওয়া হয় এবং তা আপনি এই অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পাবেন।